খেলাধুলা ৩০ নভেম্বর ২০২৩

দ্রাবিড়ই থাকছেন কোচ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে বহাল থাকছেন দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আজ একথা জানানো হয়েছে।দ্রাবিড়ের পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে দলের অন্যান্য কোচিং স্টাফদেরও। কিন্তু দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের দ্বিতীয় মেয়াদে সময়সীমা জানায়নি বিসিসিআই।বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারতীয় দলকে নতুন রুপে গড়ে তুলতে দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি এবং তার অনন্য পেশাদারিত্বকে বোর্ড সাধুবাদ জানাচ্ছে।’ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পরিবেশিত এক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামব্রসহ অন্য সাপোর্ট স্টাফরা থাকবেন।ঘরের মাঠে সদ্যই শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপে দুর্দান্ত পারফরমেন্স করেও শিরোপা জিততে পারেনি ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হার মানে টিম ইন্ডিয়া।বিশ^কাপ ফাইনালে ভারতের হারে গুঞ্জন উঠেছিলো, মেয়াদ শেষ হওয়ায় ভারতের কোচ হিসেবে থাকতে আগ্রহী নেন দ্রাবিড়। কিন্তু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ভারতের দায়িত্ব পালন করবেন তিনি।   বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ‘দ্রাবিড়ের দর্শন, পেশাদারিত্ব এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় সর্বদাই অত্যন্ত চাপে থাকতে হয় দ্রাবিড়কে। শুধুমাত্র চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই নয়, যেভাবে সাফল্য পেয়েছে সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’দুই বছরের চুক্তিতে ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন ৫০ বছর বয়সী দ্রাবিড়। চুক্তি শেষ হয় ওয়ানডে বিশ্বকাপের পর। এই দু’বছরে ভারতকে বহু সাফল্যের স্বাদ দিয়েছেন তিনি।দ্রাবিড়ের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট- টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে উঠে ভারত। কিন্তু দ্রাবিড়ের হাত ধরে অধরা আইসিসির কোন ইভেন্টে শিরোপা জিততে পারেনি ভারত।  ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল থেকে বিদায় এবং ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রানার্স-আপ হয় ভারত। তবে ওয়ানডে বিশ^কাপের আগে এশিয়া কাপের শিরোপা জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে উচ্ছসিত দ্রাবিড়। তিনি বলেন, ‘গত দুই বছর ভারতীয় দলের সাথে পথচলাটা খুবই স্মরণীয় ছিল। এই পথচলায় একসাথে আমরা উত্থান-পতন দেখেছি। দলে একের অন্যের প্রতি যে ধরণের আস্থা, সেটি বিস্ময়কর। ড্রেসিংরুমেও সংস্কৃতি নিয়ে আমি গর্ব করি।বিসিসিআইকে ধন্যবাদ দিতে ভুল করেননি দেশের হয়ে ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দ্রাবিড়, ‘আমার ওপর এবং আমার লক্ষ্যের প্রতি আস্থা রাখার জন্য ও প্রয়োজনীয় সমর্থন দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই।দ্বিতীয় মেয়াদে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হবে দক্ষিণ আফ্রিকা সফর। আগামী ১০ ডিসেম্বর শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টি-টোয়েন্টি-ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট খেলবে ভারত।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner