বাংলাদেশ ০৮ ডিসেম্বর ২০২২

ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহন

post

ডেইলি বাংলা টাইমস : শুক্রবার (৯ ডিসেম্বর) সরকারি ছুটির দিনের রাজধানী ঢাকার সড়কগুলোয় গণপরিবহনের উপস্থিতি একেবারেই কম। সাধারণত সরকারি ছুটির দিনগুলোয় বিনোদনকেন্দ্রে ভিড় থাকে মানুষের। কিন্তু আজ রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্টন এলাকার বিভিন্ন রাস্তা ও বিজয় সরণি ও প্রগতি সরণিতে দেখা মিললো গণপরিবহনের ভিন্ন চিত্র।


রাস্তায় বের হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, আগামীকাল ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং রাস্তায় পুলিশের ব্যাপক কড়াকড়ির কারণে আজ সড়কে গণপরিবহনের সংখ্যা কম।


রাজধানীর মিরপুর থেকে কাকরাইল এসেছেন নাসিরুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি আসার পথে খুবই কম গণপরিবহন দেখতে পেয়েছি। এ রকম সাধারণত দেখা যায় না। শুক্রবার মানুষ পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানা, জাদুঘরে বেড়াতে যায়। আজ এ রকমটি দেখলাম। একটি ভীতিকর পরিস্থিতি কাজ করছে সবার মধ্যে।’


তিনি মনে করেন, ‘বিএনপির সমাবেশের আগে কী হয় না হয়, এ জন্য মানুষ আতঙ্কে আছে। আর রাস্তায় পুলিশের তল্লাশিসহ বিভিন্ন কারণে গাড়িও কমেছে। তাই মানুষের বের হওয়ার প্রবণতাও কমেছে।’


একই বিষয় জানিয়েছেন গণপরিবহন চালকরা ও তাদের সহকারীরা। জাহাঙ্গীর আলম নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, ‘পুলিশ জায়গায় জায়গায় দাঁড় করায়। নাইটেঙ্গেল মোড়ে, বায়তুল মোকাররম এলাকায় পুলিশ তল্লাশি করে। এ জন্য যাত্রী কম ওঠে। সিএনজি ও কম চলছে। বেশিই প্রাইভেট কার।’


তিনি আরও বলেন, ‘তা ছাড়া কাল বিএনপির প্রোগ্রাম। কী হয় না হয় কে জানে। অবস্থা খারাপ দেখলে আমিও গাড়ি চালামু না।’


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন বলেন, ‘আজ শুক্রবার ছুটির দিন। এই ছুটির দিনগুলোতে এমনিতেই সড়কে যানবাহনের চাপ কম থাকে। আজও ঠিক তেমনি যানবাহনের চাপ কম। অন্যান্য শুক্রবারের মতোই আজও সড়কে যানবাহনের চাপ কম রয়েছে।’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner