প্যারিস নিলামে বিক্রি হবে ফরাসি সম্রাজ্যের শাসক নেপোলিয়ন বোনাপার্টের টুপি। ১৯ শতকে ব্যবহৃত বিখ্যাত শাসকের টুপিটি রোববার নিলামে তোলা হয়। একজন শিল্পপতির সংগ্রহ করা অন্যান্য নেপোলিয়নের স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। ঐতিহাসিক বাইকর্ন ব্ল্যাক বিভার ফেল্ট টুপিটির মূল্য ৬০০,০০০ থেকে ৮০০,০০০ পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে। ইতিহাসবিদরা বলছেন, টুপি নেপোলিয়নের পরিচিতির একটি বিশেষ অংশ ছিল। এর মাধ্যমে যুদ্ধে তাকে আলাদাভাবে চেনা যেত। নিলামকারী জিন পিয়ের ওসেনাত বলেছেন, ‘লোকেরা এই টুপিটিকে সর্বত্র চিনতে পেরেছিলেন। এটি ছিল চিত্র-সম্রাটের প্রতীক।’ বিক্রি হওয়া অন্য আইটেমগুলোর মধ্যে রয়েছে একটি রৌপ্য প্লেট, একটি কাঠের ভ্যানিটি কেস, ক্ষুড়, একটি সিলভার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র। বিবিসি।