বাংলাদেশ ০৩ এপ্রিল ২০১৯

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

post

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত ২১টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।


আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দলের চেয়ারপারসন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়।


খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়েসহ ২১টি দেশের প্রতিনিধি।


বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।


কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, কূটনীতিকদেরকে আমাদের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner