বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৩

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি : জাপা মহাসচিব

post

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাই কমান্ড। তবে মুজিবুল হক চুন্নু বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।তিনি বলেন, নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। নির্বাচনের পরিবেশ এখনো হয়নি। পরিবেশ-পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি।জাপা মহাসচিব বলেন, আশা করছি পরিবেশ হবে। নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে।জাপায় কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত। দলের প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের। এটি আইপিওতে উল্লেখ আছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner