রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি। রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, রাত ৯ টা ৪০ মিনিটে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটে। পরে ঘটনাস্থলে যায় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক দেয় বিএনপি। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়ে দলটি। পরে জামায়াতসহ অন্যান্য সরকারবিরোধী দলও একই কর্মসূচি ঘোষণা করে।