বাংলাদেশ ১৭ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হারিছ উদ্দিন ইন্তেকাল করেছেন

post

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner