নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝেও নানা প্রতিভা আছে। আমাদের এই প্রতিভা বের করে আনতে হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময়সভায় তিনি একথা বলেন।তারেক রহমান বলেন, ‘প্রতিবন্ধী মানুষদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারলে তারা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবে। তারাও সমাজেরই অংশ এবং তাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।ডা. জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে তারা শিখছে আত্মবিশ্বাস, নিজে থেকে এগিয়ে যাওয়া। তারা শিখছে অন্ধকার থেকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। এ সময় তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা। এ ছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়। এসব শিশু সিএসএফ গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের সহায়তার বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ নিয়েছে।অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক রহমান চাহিদা সম্পন্ন শিশুদের ভেতর থেকে প্রতিভা বের করে আনতে হবে








