বাংলাদেশ ২৬ জানুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশের আইন কমিশন তাদের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে এই প্রতিবেদন পেশ করা হয়।বঙ্গভবনের এক মুখপাত্র জানান, কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রতিবেদন পেশ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক।সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্র্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner