বাংলাদেশ ১৪ জানুয়ারী ২০২৬

তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময়

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
রাজধানীর রিক্সা, ভ্যান ও অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর এবং সুখ-দুঃখের কথা শোনেন।মঙ্গলবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেইসবুক পোস্টেও এ মতবিনিময় সভার ভিডিও ফুটেজ দেখা যায়।এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা। বিএনপির চেয়ারম্যানগভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।পাশাপাশি তিনি অনুরোধ জানান, শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এসময় কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা। এ সময় রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপ ছবি তোলেন তারেক রহমান। এই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া বিএনপি’র সিনিয়র কোনো নেতা উপস্থিত ছিলেন না।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner