বাংলাদেশ ০৭ জানুয়ারী ২০২৬

সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ৩ দিনে ইসিতে ২৯৫ আপিল

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সংখ্যা বাড়ছে। বুধবার (৭ জানুয়ারি) আবেদনের তৃতীয় দিনে ১৩১টি আপিল জমা পড়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে।নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হিসেবে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল।গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। ফলে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে গত সোমবার থেকে। প্রথম দিনে ৪২টি এবং দ্বিতীয় দিনে ১২২টি আবেদন জমা পড়েছিল। তৃতীয় দিনে জমা পড়ল আরও ১৩১টি আবেদন। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল আবেদন গ্রহণ চলবে।তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে আবেদনগুলো নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner