আন্তজার্তিক ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
যুক্তরাষ্ট্রঃ ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও নতুন নেতা দেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, তিনি যদি ‘সঠিক কাজ না করেন, তবে তাকে ‘খুব বড় মূল্য দিতে হবে, সেটা মাদুরোর চেয়েও বেশি।সোমবার নিউইয়র্কের একটি আদালতে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাজির করার কথা থাকলেও মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকে ট্রাম্পের এ হুঁশিয়ারি এলো।মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে অভিযুক্ত মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘মাদক-সন্ত্রাসবাদী’ শাসনব্যবস্থা পরিচালনার অভিযোগ এনেছে, যদিও মাদুরো এ দাবি অস্বীকার করেছেন।শনিবার কারাকাসে বিমান হামলার ফলে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়।কিছু ডেমোক্র্যাট আইন প্রণেতা এ অভিযানকে ‘যুদ্ধের কাজ’ বলে অভিহিত করেছেন।রোববার দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রদ্রিগেজ সম্পর্কে বলেন, ‘যদি তিনি সঠিক কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সেটা মাদুরোর চেয়েও বেশি।’তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলার জন্য, সরকার পরিবর্তন, আপনি যা-ই বলুন না কেন, আপনার এখন যা আছে তার চেয়ে ভালো। এর চেয়ে খারাপ আর হতে পারে না।শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর’ সম্ভব না হওয়া পর্যন্ত আমেরিকা দেশ (ভেনেজুয়েলা) চালিয়ে যাবে।এদিকে, কিউবার সরকার জানিয়েছে, মার্কিন বাহিনী আক্রমণ করে মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার সময় ৩২ জন ‘সাহসী কিউবান যোদ্ধা’ নিহত হয়েছেন।মাদুরোর দীর্ঘদিনের সমাজতান্ত্রিক মিত্র কিউবা দুইদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।সূত্র: বিবিসি
মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে রদ্রিগেজকে, ট্রাম্পের হুঁশিয়ারি








