বাংলাদেশ ২৬ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশব্যাপী দোয়ার আয়োজন করছে বিএনপি।আজ (শুক্রবার) জুমার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হবে। গতকাল (বৃহস্পতিবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মসজিদে মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া করা হবে।বিজ্ঞপ্তিতে দেশজুড়ে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner