নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান তিনি।শুভেচ্ছা বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর পাশাপাশি তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে: জিএম কাদের








