বাংলাদেশ ২৫ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের বিভিন্ন পত্রপত্রিকাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।দেড় যুগের প্রতীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ নিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এদিন ঢাকায় পৌঁছেছেন।এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর।রয়টার্সের খবর অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এসেছেন।দল আশা করছে, তার এই প্রত্যাবর্তন সমর্থকদের উদ্দীপিত করবে, কারণ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত।ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাগত অনুষ্ঠানের স্থলে যাওয়ার পথে সড়কজুড়ে লাখো লাখো সমর্থক উপস্থিত ছিলেন।তারা দলীয় পতাকা উড়িয়েছেন, প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। বিমানবন্দরে সিনিয়র বিএনপি নেতারা কঠোর নিরাপত্তার মধ্যে তাকে স্বাগত জানান।ভারতীয় এনডিটিভি লিখেছে, ‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল।’ প্রতিবেদনে বলা হয়েছে, তার দেশে আগমনের সময় সারা দেশে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তারেক রহমানের প্রবাসজীবনের নানা দিক তুলে ধরে জানায়, তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। প্রায় ১৭ বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকা তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন।কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, ‘১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান।’ প্রতিবেদনে তার পরিচয় ও দেশে ফেরার পটভূমি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তাকে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেখা হচ্ছে।১৯৯১ সাল থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে পালাবদল হয়েছে। তবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা জোরালো।বিবিসি বাংলার ওয়েবসাইটেও লাইভ প্রকাশিত খবরের শিরোনাম ছিল, ‘১৭ বছর পর ঢাকায় তারেক রহমান।’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশের মাটিতে পৌঁছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা।সবমিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্য সফরসঙ্গীরা।বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল তিনশ ফুট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner