বাংলাদেশ ২২ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছে। সেখানকার মধ্যে চরমপন্থীরা কীভাবে প্রবেশ করতে পারলো, তা অস্বাভাবিক এবং অনুমেয় নয়। তবে এই ঘটনার পর হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছে বলেও তিনি জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner