নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হলেও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাতেই অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তা পিছিয়ে যেতে পারে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অ্যাম্বুলেন্সটি কাতার থেকে উড্ডয়ন করার পর যাত্রার সময় নিশ্চিত করা হবে।সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডন অভিমুখে যাত্রা শুক্রবার সকাল ১০টার পরেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে এবারও গতবারের মতো মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। এর মধ্যে রয়েছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।অন্যান্য সফরসঙ্গী হলেন— হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।এদিকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা) তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি ঢাকায় নেমে ওই এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের দেওয়া এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি গত মে মাসে একই অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।
এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা








