নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এ বিষয়ে ভারতের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বাংলা ভাষায় দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।’ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য (বেগম খালেদা জিয়ার চিকিৎসায়) সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা কাজ চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগে সমন্বয় করছেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস








