বাংলাদেশ ১৯ নভেম্বর ২০২৫

ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ 
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হবে নবান্ন উৎসব ১৪৩২।নবান্ন উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি আগামী ৫ অগ্রহায়ণ, ১৪৩২ তথা ২০ নভেম্বর (বৃহস্পতিবার)  টিএসসির উড়ন্ত পায়রা চত্বরে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর সাথে বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা সহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি  কৃষি ভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে হিসেবে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner