কমিউনিটি ১৩ নভেম্বর ২০২৫

বাড়িতে ছত্রাক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নতুন ক্যাম্পেইন "ব্রেক দ্যা মৌল্ড"

post

বাড়িতে ছত্রাক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নতুন ক্যাম্পেইন "ব্রেক দ্যা মৌল্ড"

শীতের শুরুতে ঘরে ছত্রাক (মৌল্ড) দেখা দেওয়ার ঝুঁকি বাড়ায় - এমন সতর্কতা দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল "ব্রেক দ্যা মৌল্ড" ক্যাম্পেইন শুরু করেছে। কাউন্সিলের মতে, যুক্তরাজ্যের অনেক বাড়িতেই শীতকালে আর্দ্রতা বেড়ে ছোট আকারে ছত্রাক (চিতিপড়া) দেখা যায়, যা দ্রুত ছড়িয়ে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। বিশেষত অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বাসিন্দাদের জন্য এটি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউন্সিল বাসিন্দাদের ঘরে আর্দ্রতা কমাতে ও বায়ু চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—কাপড় শুকানোর সময় জানালা খোলা রাখা, রান্নার সময় হাঁড়িতে ঢাকনা ব্যবহার করা এবং প্রতিদিন জানালায় জমে থাকা জল মুছে ফেলা। পাশাপাশি যথাযথ গরম রাখা (১৮–২১°C) ছত্রাক প্রতিরোধে সহায়ক বলে জানানো হয়েছে।

ছত্রাক দেখা দিলে যত দ্রুত সম্ভব তা পরিষ্কার করতে বলছে কাউন্সিল। জানালা খোলা রেখে দরজা বন্ধ করা, গ্লাভস ও মাস্ক ব্যবহার করা এবং বাজারে পাওয়া মোল্ড রিমুভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ব্লিচ বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে, কারণ এতে ছত্রাক আরও ছড়িয়ে পড়তে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভাড়াটিয়াদের তাঁদের ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে সমস্যা রিপোর্ট করার পরামর্শ দিয়েছে কাউন্সিল। কাউন্সিল/সোশ্যাল রেন্ট ভাড়াটিয়ারা নির্দিষ্ট রিপোর্টিং সিস্টেম ব্যবহার করতে পারবেন, আর প্রাইভেট ভাড়াটিয়ারা বাড়িওয়ালা বা এজেন্সিকে জানাতে পারবেন।

কাউন্সিল বলেছে, “স্বাস্থ্য সুরক্ষার জন্য ঘর শুকনো, পরিষ্কার ও বায়ু চলাচলযোগ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছত্রাককে বাড়তে দেবেন না—ঝুঁকি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।”

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাম্পেইন "ব্রেক দ্যা মৌল্ড" এর ভিডিও দেখতে ভিজিট করুন: https://www.youtube.com/watch?v=o5xgdduplvI


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner