বাংলাদেশ ০১ নভেম্বর ২০২৫

ড. ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন দেশের তিন বাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধানরা আজ শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৈঠকটি পূর্বনির্ধারিত কোনো রুটিন 'কল অন' বা সৌজন্য সাক্ষাৎ নয়। বরং তিন বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করেই 'গুরুত্বপূর্ণ বিষয়ে' কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে মিলিত হচ্ছেন। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সাধারণ সময়সূচি নির্ধারিত ছিল, তবে আজকের এই বিশেষ বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচনকে অত্যন্ত 'চ্যালেঞ্জিং' হিসেবে উল্লেখ করে তা বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।এছাড়াও, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এবং আরপিও সংশোধন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। এমন অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা তিন বাহিনীর প্রধানদের একযোগে প্রধান উপদেষ্টার সঙ্গে এই 'গুরুত্বপূর্ণ' বৈঠককে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আসন্ন নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা এবং জুলাই সনদ বাস্তবায়ন পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner