বাংলাদেশ ৩০ অক্টোবর ২০২৫

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়,তবে সেই গণভোট অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে গণভোটের রায় নিয়ে নতুন সংকট সৃষ্টি হবে।তাই এ বিষয়ে বাস্তবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা প্রয়োজন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। আরও কিছু বিষয়ে বিতর্ক রয়ে গেছে। এসব কারণেই ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে সংসদে আলোচনা ছাড়া এ ধরনের বিষয় চাপিয়ে দেওয়া হয়।তিনি আরও বলেন, “যারা গণহত্যা চালিয়ে দেশের অর্থ লুট করে বিদেশে পালিয়েছে, তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। এমনকি অনেক দেশও বর্তমান নির্বাচনী প্রক্রিয়া সহজভাবে গ্রহণ করতে পারছে না। প্রশ্ন উঠছে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে? অর্থাৎ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন আয়োজনের পথে একটি গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। তবে নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে টানাপোড়েন নেই।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner