নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় এসব কথা বলেন তিনি।নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের ১৫ বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে রাজনীতি। এখন এই এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার আছে, তাকে সহযোগিতা দিয়ে আর দলগুলো সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। যেন একটা নির্বাচন করা যায়।রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার উল্লেখ করে তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।তিনি আরো বলেন, “জিয়াউর রহমান ৭১ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত। লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো।বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই।যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, “অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।এছাড়াও কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের বাহক তাদের দল।
সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল








