বাংলাদেশ ১৬ অক্টোবর ২০২৫

একটি মহল পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঠাকুরগাঁও:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি।বিএনপি ক্ষমতায় আসলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেয়া হবে, বেকারত্ব দূর করা হবে।দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে উল্লেখ করে ফখরুল বলেন, “নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে।” এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner