খেলাধুলা ১৬ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া।এছাড়া, দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, যিনি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ছিলেন এমন দুই ক্রিকেটার, ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা, তারা বাদ পড়েছেন এই দলে।নতুন দলে আসছে ভারসাম্য, যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকছেন নেতৃত্বে। তার সঙ্গে দলটিতে আছেন নিয়মিত সদস্যরা, যেমন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, এবং বর্তমানে বাংলাদেশের সেরা পারফর্মার সাইফ হাসান। এদিকে, দলের অন্যতম বড় তারকা লিটন দাস এই সিরিজে অনুপস্থিত থাকছেন। এশিয়া কাপে চোট পেয়ে স্ক্যান রিপোর্টে তার বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে দলে নেওয়ার ঝুঁকি নেয়া হচ্ছে না বলে জানা গেছে।উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ দলের পূর্ণ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে বিশ্বকাপের পরের সময়ে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner