নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।বুধবার (১৫ অক্টোবর) সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ রাত সাড়ে ১০টায় গুলশান-২ নম্বারের ৭৯ নম্বার রোডের ১ নম্বার বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
