নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।দুদু বলেন, “সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে, দেশবিরোধী ষড়যন্ত্র আরও গভীর হবে। পার্শ্ববর্তী একটি দেশের ভয়ংকর শক্তি এই ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে, আর সেখানেই স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিচ্ছেন।বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, “ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। তারা বরাবরই নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে। এই দেশটিকে তারা কেবল শোষণের ক্ষেত্র হিসেবে দেখে।বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশের অধিকার রাখে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, “একটি বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তা হলো জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। জনগণ পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। নির্বাচনগুলো ছিল ভোটাধিকার হরণের নিদর্শন। তাই আসন্ন নির্বাচনটি অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।”
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ংকর হতে পারে: শামসুজ্জামান দুদু
