নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
আবু সুফিয়ান : নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ অবশ্য জয় পাওয়া দল থেকে দুই জনকে বাদ দিয়ে একাদশ সাজিয়েছে। অফ ফর্মে থাকায় ফারজানা হককে একাদশে রাখা হয়নি। তার জায়গায় একাদশে ঢুকেছেন ঋতু মনি। স্পিনার নিশিতা নিশিকে বসিয়ে বাঁ-হাতি সানজিদা মেঘলাকে একাদশে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: রুবায়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মুস্তারি, ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
ইংল্যান্ড একাদশ: টামি বিউমাউন্ট, এমি জোনস, হিথার নাইট, নাট স্কাইভার ব্রান্ট, সোফিয়া ডাঙ্কলে, এমা ল্যাম্ব, এলিসা
ক্যাপ্সি, কার্লোথি ডিন, সোফিয়া এক্লেস্টোন, লিনসি স্মিথ, লওরা বেল।
টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
