স্বাস্থ্য ০৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
 
ঢাকাঃ
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪২ জন, যা একদিনে সর্বোচ্চ।আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এতে বলা হয়েছে, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন।এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১২ জন মারা গেছেন এবং আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে।বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।যার মধ্যে ১ হাজার ৬৫২ জন ঢাকার বাইরের।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner