ম্যানচেস্টারের সিনাগগে হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র এবং ইন্টারফেইথ ফোরাম-এর বিবৃতি

post

“ম্যানচেস্টারের হিটন পার্ক সিনাগগে হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই হামলাটি ইহুদি ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে'র সময় সংঘটিত হওয়ায় এটি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

“যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং যারা দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন, তাদের প্রিয়জনদের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।

“পূর্ব লন্ডনের ইহুদি কমিউনিটি যেন এই কঠিন সময়ে সমর্থন অনুভব করতে পারে, সেজন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যার মধ্যে রয়েছে বরোর টেনশন মনিটরিং গ্রুপ, কমিউনিটির ধর্মীয় নেতৃবৃন্দ, আমাদের ‘নো প্লেস ফর হেইট’ ফোরাম।

“টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্যময় স্থানগুলোর একটি, এবং সবচেয়ে ঐক্যবদ্ধ জনপদও। আমাদের ৯০ শতাংশ বাসিন্দা, যারা বিভিন্ন পটভূমি থেকে এসেছেন, এবং তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ইস্ট এন্ড সব কমিউনিটি ও ধর্মকে স্বাগত জানিয়ে এসেছে। আমরা সেই ইতিহাস নিয়ে গর্বিত, এবং বিভিন্ন পটভূমি ও ধর্মের মানুষ কীভাবে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস ও কাজ করতে পারে - আমরা হচ্ছি তারই একটি উদাহরণ।

“আমরা সংহতি, শান্তি ও ঐক্যের আহ্বান জানাই। এমন কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং সমর্থন করি, যা আমাদের বরোর শক্তিশালী সম্প্রদায়িক বন্ধনের প্রমাণ।

“এই শনিবার কেবল স্ট্রিটে স্থানীয় ইহুদি জনগোষ্ঠীর ওপর ব্ল্যাকশার্টধারীদের হামলার প্রচেষ্টার ৮৯তম বার্ষিকী। তখন শুধু একটি গোষ্ঠী নয়, ইস্ট এন্ডের সব বৈচিত্র্যময় গোষ্ঠী একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল - এক কমিউনিটি হিসেবে।

“আমরা সেই ইতিহাস এবং আমাদের শ্রদ্ধা, বোঝাপড়া ও সদয়তার মূল্যবোধ নিয়ে গর্বিত। ইস্ট এন্ড আজও ঐক্যবদ্ধ, এবং বিভাজনের শক্তি এখানে সফল হবে না।”

সুফিয়া আলম ও রেভারেন্ড জেমস ওলানিপেকুন, ইন্টারফেইথ ফোরাম

এবং লুৎফুর রহমান, টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner