বাংলাদেশ ২৯ সেপ্টেম্বর ২০২৫

নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারেক রহমান

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে টেলিফোনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এসময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।নুরুল হক নুর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner