নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে এ মাসে।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন পাঁচজন মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৫ শতাংশ নারী।উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৬৮
