কমিউনিটি ২৪ সেপ্টেম্বর ২০২৫

কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২৪ তম বর্ষপূর্তি ও “ফিনিক-১” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে

post

 সিলেটের কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা “ফিনিক-১” ম্যাগাজিনের  মোড়ক উন্মোচন ও কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২৪ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।গত ২১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এক অনুষ্ঠানের মাধ্যমে  মোড়ক উন্মোচন ও বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ  আনসার। ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং জয়েন্ট হিসাবরক্ষক  নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমির উদ্দিন খান। 

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। তিনি বলেন "মাহমুদুর রহমানের সম্পাদনায় ১৪০ পৃষ্ঠার ম্যাগাজিনটিতে  কাকরদিয়া গ্রামের ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করা হয়েছে"।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার বেলাল উদ্দীন। তিনি বইটির সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন— “এ ধরনের গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে এবং আমাদের ইতিহাস-ঐতিহ্যকে নতুনভাবে জানতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের সিও সাব উদ্দীন ও চেয়ারম্যান সুহেল খান, আকবর হুসাইন, ময়না মিয়া, সফিক উদদিন ,আনোয়ার হোসাইন, সামসুল আলম, সেলিম উদ্দীন, সফিকুর রহমান,লামিহা খান, ব্যারিস্টার হাদি খান, আনিশা খানমসহ বিভিন্ন বক্তা। এছাড়া কাউন্সিলর আহমেদুল কবির, ফারুক উদ্দীন, সাফি আহমেদ ও সাবরিনা খানও তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

মোড়ক উন্মোচন শেষে প্রদর্শন করা হয় কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ।এ সময়  কাকরদিয়া এলাকাবাসীর   স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশেষ করে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner