নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
গাজা: গাজায় শেষ অবলম্বন হিসেবে টিকে থাকা হাসপাতালগুলোর আশপাশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) এ হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, একদিনেই অন্তত ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের বাইরে মিসাইল হামলায় প্রাণ হারান ১৫ জন, আর আল-আহলি হাসপাতালের কাছে আলাদা এক হামলায় নিহত হন আরও ৪ জন।ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, জাতিসংঘের এক প্রতিবেদনে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করার এক দিনের মধ্যেই এই হামলা চালানো হলো। হামাসের ভাষায়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের সরাসরি চ্যালেঞ্জ ও অবজ্ঞার বার্তা।যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের জন্য বিশেষায়িত আল-রান্তিসি হাসপাতালে রাতভর বোমাবর্ষণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইনকিউবেটরে থাকা নবজাতক কিংবা ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু হাসপাতালটি একাধিকবার হামলার শিকার হয়েছে। এতে ৪০ জন রোগী নিরাপত্তার জন্য পালাতে বাধ্য হন। তবে আরও অন্তত ৪০ জন রোগী ও কর্মী হাসপাতালের ভেতরেই আটকে আছেন।
গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ১৯
