বাংলাদেশ ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই গণনা শুরু হয়।প্রথমে কবি নজরুল হলের ভোট গণনার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়।বিভিন্ন প্যানেলের প্রার্থীদের আপত্তির মুখে ওএমআর মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনার পরিকল্পনা থাকলেও শেষ দিকে এসে এই সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনা চলছে।ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ হতে রাত পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের ফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner