বাংলাদেশ ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ভোটগ্রহণ শুরু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর আগে আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয়, যেগুলো গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে সিলগালা করে দেওয়া হয়। এরপর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।গত রবিবার (৭ সেপ্টেম্বর) ছিল নির্বাচনের প্রচারণার শেষ দিন। পুরো ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে লিফলেট বিতরণ ও প্রচারণার মাধ্যমে প্রচণ্ড সরগরম ছিল পরিবেশ।এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়াই করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তবে বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরা তাদের ভোট দিতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে চলছে। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনে অংশ নিচ্ছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner