বাংলাদেশ ০৯ সেপ্টেম্বর ২০২৫

রাত পোহালেই ডাকসু নির্বাচন, ৩৪ ঘণ্টা যেসব বিধি ও নিষেধ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। অপেক্ষার পালা শেষ, রাত পোহালেই ভোট।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। নিরাপত্তায় থাকছে ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট।৩৮তম কেন্দ্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিছু বিধি-নিষেধ দেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথে যাতায়াত সীমিত হয়ে গেছে। রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৪ ঘণ্টা বিধিনিষেধ থাকবে এসব প্রবেশপথে। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা ব্যতীত কেউ থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে থাকা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা থাকতে পারবেন। তবে ক্যাম্পাসে ঢোকা-বের হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ পাস লাগবে।৩৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে টিএসসির সকল সংগঠনের কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়েছে।যানবাহনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) প্রবেশ করতে পারবে। বাকি কোনো যানবাহন ঢুকতে পারবে না।নির্বাচন উপলক্ষে টিএসসির মেট্রোরেল স্টেশনও বন্ধ রাখা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সারাদিন পর্যন্ত বন্ধ থাকবে এই স্টেশন।মোট ২৮টি পদে ৪৭১ জন প্রতিনিধিত্ব করবে। মোট ভোটার সংখ্যা ৩৯,৯৩২ জন, যার মধ্যে ছাত্র সংখ্যা ২০,৯০৪ জন এবং ছাত্রী সংখ্যা ১৯,০২৮ জন। আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথ থাকবে।

কেন্দ্রগুলো হলো—
কার্জন হল, শারীরিক শিক্ষা, ছাত্র শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভ্রমণ, উদয়ন স্কুল এন্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ কেন্দ্র। ২৮টি পদ হচ্ছে—সহ-সভাপতি (ভিপি), জিএস, এজিএস, মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, ছাত্র ও পরিবহন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কমনরুম সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদক এবং সদস্য পদে ১৩ জন।ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সকল বাসরুটের সার্ভিস চালু থাকবে৷ ভোটের কথা বিবেচনা করে নিয়মিত বাসরুটের পাশাপাশি আরও কয়েকটি বাসরুট তৈরি করা হয়েছে এবং বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া ভোটের সময় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ক্যাম্পাসের মধ্যে থাকবে শাটল সার্ভিস। ভোটারদের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে।প্রকাশিত রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner