নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ‘আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি’ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।কর্নেল শফিকুল ইসলাম বলেন, কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করব। ইতোমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শুধুমাত্র সেনাবাহিনীর দায়িত্ব নয়। সকল সংস্থা এক সঙ্গে কাজ করলে সমস্যা দ্রুত সমাধান হয়। কোথাও কোথাও সমন্বয়ের অভাবে কিছুটা দেরি হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।দেশজুড়ে ছড়িয়ে পড়া গণপিটুনির (মব) পরিস্থিতি সম্পর্কে কর্নেল শফিকুল জানান, তথ্য পেতে কিছু সময় লাগে, তাই কখনো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে কোনো অবস্থাতেই মবকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হয়নি।রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছানোর অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, পরে সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা
