নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীসহ দেশের আকাশে দেখা গেল এক মহাজাগতিক দৃশ্য।পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কালচে লাল রংয়ে ধরা দিয়েছে চাঁদ। রোববার রাতে দেশের মানুষ চাঁদের এই রূপ দেখেছেন। রাতে চন্দ্রগ্রহণের শুরুতে আকাশে চাঁদ আংশিক ঢাকা দেখা যায়। একপর্যায়ে মধ্যরাতে সেটি কালচে লাল রং ধারণ করে। পাশাপাশি ভারতের বিভিন্ন স্থান থেকেও চন্দ্রগ্রহণ দেখা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এদিকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছিল, ঢাকা থেকে রোববার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ডে চন্দ্রগ্রহণ দেখা যাবে। কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে রাত ১২টা ১১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে।আর চন্দ্রগ্রহণ শেষ হবে ভোররাত ২টা ৫৬ মিনিট ৩০ সেকেন্ডে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের সবটা ঢেকে ফেলে। চিরচেনা চাঁদ এ সময় ধীরে ধীরে রুপালি থেকে কালচে লাল রং ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় একে বলে ‘ব্লাডমুন’।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঢাকার আকাশে দেখা গেল কালচে লাল চাঁদ
