অর্থনীতি ০৭ সেপ্টেম্বর ২০২৫

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮১ হাজার ছাড়াল

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১,৮১,৫৫০ টাকা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম। দাম বৃদ্ধি হয়েছে ভরিতে ২,৭১৮ টাকা, এবং নতুন এই দাম সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১,৭৩,৩০৪ টাকা, ১৮ ক্যারেট ১,৪৮,৫৪১ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,২৩,০৬৭ টাকা বিক্রি হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৪ বার বৃদ্ধি এবং ১৬ বার কমানো হয়েছে।রুপার দাম এই সময় অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৮১১ টাকায়, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১,৭২৬ টাকায়। স্বর্ণের ক্রমবর্ধমান দাম ও স্থির রুপার দাম বাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner