নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার পর এ হামলার ঘটনা ঘটে।শুক্রবার সন্ধ্যায় একটি মিছিল এসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এসময় জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের কর্মীরা দলবল নিয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
এরপর হামলাকারীরা কার্যালয়ের সামনে ও ভেতরে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ
