নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু শয়তানি এখনো ছাড়েনি। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারও ওপর হাত পড়ে ওই আওয়ামী লীগের, সেই হাত আপনারা ভেঙ্গে দেবেন। হাত একদম ভেঙে দেবেন।আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। ছাত্রলীগকে উসকায় দেয় এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নুরকে মেরেছে এরাই।নেতা-কর্মীতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটা কথা মনে রাখবেন, এই দুই হাজার শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি ২৪ এ। এর আগে ৭১ সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারও ধারে নয়, আমাদের রক্তের ওপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। এতে কোনো আপোষ নাই।পুলিশের প্রতি আহ্বান করে মির্জা ফখরুল বলেন, ‘এখন আর অপকর্ম করতে দেওয়া যাবে না। অতীতে আপনারা যে খারাপ কাজ করছেন। এখন দয়া করে ভালো হয়ে যান। জনগণের সঙ্গে থাকেন।সবাইকে সর্তক করে তিনি বলেন, ‘গুজবে কান দেবেন না। কারণ গুজব ছড়ানো হয় আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য আছে। এই ঐক্য নিয়ে আমরা জয় করব, ইনশাল্লাহ।ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, আখতার হোসেন প্রমুখ।
আ.লীগ গায়ে হাত তুললে সেই হাত ভেঙে দেবেন: মির্জা ফখরুল
