বাংলাদেশ ৩১ আগস্ট ২০২৫

সম্পূরক তালিকায় দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
এ দফায় হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্টা) বিকেলে নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ২৭ হাজায় ৫০৪ জন। যার মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬৪২ জন এবং তালিকা থেকে বাদ পড়েছে ১ হাজার ৩৮ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১২৩০ জন।আগামী ৩১ অক্টবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, তাদের নতুন করে হালনাগাদ তালিকায় সংযুক্ত করে তৃতীয় ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner