নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বাসায় ফিরেছেন।মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বাসার উদ্দেশ্য রওয়ানা করে ১১টা ৪৩ মিনিটে পৌঁছেছেন।এর আগে,এদিন রাত ৮টায় বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
