নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জন এর বিরুদ্ধে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে যাচ্ছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।আটকদের মধ্যে কতজন রাজনৈতিক নেতাকর্মী– জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক পরিচয় দেখে তাদের আসামি করছি না। তাদের মোবাইলে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যপ্রমাণ পেয়েছি। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হবে।আটককৃতদের মধ্যে লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পটভূমিতে, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ
