আন্তর্জাতিক ১৯ আগস্ট ২০২৫

হোয়াইট হাউসে ট্রাম্প–জেলেনস্কির বৈঠক চলছে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্র:
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয়েছে। খবর রয়টার্স।আজ সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়) এই বৈঠক শুরু হয়। এ সময় ওভাল অফিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বৈঠকে দুই নেতা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর।ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গতকাল রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছেছিলেন জেলেনস্কি। তারপর আজ সোমবার দুপুর ঠিক ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে পৌঁছান জেলেনস্কি।ট্রাম্প-জেলেনস্কির এ বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।আর ট্রাম্পের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।আজ হোয়াইট হাউসে যে ইস্যুতে বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে, গত শুক্রবার একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। রাশিয়ার সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার একটি সেনাঘাঁটিতে হয়েছিল সেই বৈঠক। পুতিনের সঙ্গে বৈঠক করার তিন দিনের মাথায় জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner