বাংলাদেশ ১৮ আগস্ট ২০২৫

ভাষা সংগ্রামী আহমদ রফিক হাসপাতালে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত পৌনে ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক মো. কালাম জানান, রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই ৯৬ বছর বয়সী এই বরেণ্য ব্যক্তিত্ব নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মেরুদণ্ডে চিড়সহ বিভিন্ন বয়সজনিত রোগে আক্রান্ত হওয়ায় চলাফেরায় অনেকটা অক্ষম হয়ে পড়েছেন তিনি।ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান,আহমদ রফিককে হাসপাতালে ভর্তির পরই তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।তিনি বলেন,তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি রয়েছে। শরীর অত্যন্ত দুর্বল।ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।উল্লেখ্য,আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।ভাষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তার গভীর গবেষণা এবং প্রবন্ধ-নিবন্ধ বাংলা ভাষা ও ইতিহাসে অসামান্য অবদান রেখেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner