বাংলাদেশ ১৭ আগস্ট ২০২৫

কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে ২০০৬ সালের এই দিনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশের পরপরই সাহিত্যাঙ্গনের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন শামসুর রাহমান। মুক্তিযুদ্ধ চলাকালে লেখেন ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’সহ বেশ কিছু কবিতা। সাংবাদিক হিসেবে শামসুর রাহমান ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন ইংরেজি দৈনিক মর্নিং নিউজে। ১৯৭৭ সালের ফেব্রুয়ারিতে তিনি ‘দৈনিক বাংলা’ ও সাপ্তাহিক ‘বিচিত্রা’র সম্পাদক নিযুক্ত হন।১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্ম নেওয়া এ কবিকে তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner