বাংলাদেশ ১৩ আগস্ট ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার দূতের সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বুধবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওসমান হাশিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় রাষ্ট্রদূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে মানবিক অবস্থার অবনতি ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন।

ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপ সম্পর্কে মালয়েশিয়ার বিশেষ দূতকে অবহিত করেন।

এছাড়া তারা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মতবিনিময় করেন এবং সম্মেলনটি সংকট সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আস্থা প্রকাশ করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner