নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ইসি সানাউল্লাহ বলেন, ‘আরপিও সংশোধন করে ‘না’ ভোট ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও ইভিএম সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। ইসির ফলাফল বাতিলের ক্ষমতা পুনঃস্থাপিত হয়েছে। এ সময় অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন।তিনি বলেন, ‘ইসি কোনো দলের নিবন্ধন বাতিল করলে ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ জানাবে। নির্বাচনের ফলাফল গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন। এছাড়া, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে কমিশন চাইলে সেনা, নৌ ও কোস্টগার্ডকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে।তিনি আরও বলেন, ‘নতুন দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৪টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। যাদের মধ্য থেকে ২২টি দলকে প্রাথমিকভাবে সঠিক বলে মনে করছে নির্বাচন কমিশন। এখন এই ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। এছাড়া, সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে ৮২টি আসনে আপত্তি এসেছে।ইসি বলেন, দেশে নারীর সম্মান নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। সাইবার বুলিং রোধে আচরণবিধিতে নিয়ম থাকবে।প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘না’ ভোটের বিধান চালু করা হয়েছিল। তবে ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে সেই বিধান বাতিল করে দেয়।
নির্বাচনে ফিরছে ‘না’ ভোট, থাকছে না ইভিএম: ইসি সানাউল্লাহ
